• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

নকল জুস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ১০:৩৮
ছবি : সংগৃহীত

পাবনার সদর উপজেলার গয়েশপুরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই তৈরি করা হতো নকল জুস। ওই কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়। এতে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করে কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর এলাকার তানজিলা ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি অবৈধ কোম্পানির কারখানায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানজিলা ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি কোম্পানির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কোনো কাগজপত্র ছাড়াই প্রাণ কোম্পানির জুসের আদলে একটি নকল জুস তৈরি করা হচ্ছিল। এ সময় বিপুল পরিমাণে নকল জুস জব্দ করে ধ্বংস এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি। না মানলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় প্রকাশ্যে ছুরিকাঘাতে ২ যুবককে হত্যা
পাবনার আমিনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
পদত্যাগ করলেন পাবিপ্রবি উপাচার্য
আ.লীগ নেতা হত্যা: ৯ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন