স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক—এ প্রদিপাদ্য সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহ চলবে।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন প্রামাণিক, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।।