ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুন ২০২৪ , ০৪:৫৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ হারিয়েছে জয়নাল হোসেন (১৩) নামের এক কিশোর।

বিজ্ঞাপন

শনিবার (৮ জুন) সকালে রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভার শিতলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় ওই কিশোর জাম পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনাবশত সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |