• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ১৬:৫৫
গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের
ছবি : সংগৃহীত

গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ হারিয়েছে জয়নাল হোসেন (১৩) নামের এক কিশোর।

শনিবার (৮ জুন) সকালে রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভার শিতলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় ওই কিশোর জাম পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনাবশত সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত
সীমান্ত থেকে ভারতীয় কিশোর আটক 
কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার