পূর্ব সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। নিহতের নাম মোশাররফ গাজী (৫৫)।
শনিবার (৮ জুন) দুপুরে গজালমারী খালে এ ঘটনা ঘটে। এ সময় কুমিরের আক্রমণ থেকে প্রাণে বেঁচে গেছেন আরও তিনজন।
তারা হলেন সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মণ্ডল (৪৪)। নিহত মোশাররফ গাজীসহ সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির।
তিনি বলেন, ‘নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে ৪ মৌয়াল বনে প্রবেশ করেছিলেন। শনিবার দুপুরে ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। দুপুরের দিকে মোশাররফ গাজীকে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়। ঘটনার সময় বাকি ৩ মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। পরে তিন ঘণ্টা পর করমজলের ভারানী এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।’