• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ২২:৫২
কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
ছবি : সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ার আবু মাঝির বসতবাড়ি-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা মনি (৪) বাড়ির মালিক হাফেজ মাহবুবুর রহমানের মেয়ে ও ইলমা মনি (৫) ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা গ্রামের দুলা মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান।

তিনি বলেন, ‘ইলমা মনি মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে আসে এবং দুপুরে মামাতো বোন আরিফাসহ বাড়ির বাইরে খেলতে বের হয়। এরপর দুই শিশু সবার অজান্তে বাড়ির আঙ্গিনা সংলগ্ন পুকুরে পড়ে যায়। এ দিকে তাদের কোথাও না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ আটক ২
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা