• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ২৩:৪০
সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বিষাক্ত সাপের কামড়ে সিয়াম হোসেন (১১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

জানা যায়, সিয়াম শনিবার রাতে ঘরের খাটে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে খাট থেকে নামার পর ঘরের মেঝেতে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন না থাকায় সিয়ামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া বলেন, প্রবাসী বাবার একমাত্র ছেলে সন্তান ছিল সিয়াম। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্র ছিল। গতরাতে তাকে সাপে কেটেছে। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে মিষ্টি বিতরণ
আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে: শিবির সভাপতি
ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ 
টাঙ্গাইলে কনস্টেবল নিয়োগে জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার