• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রহনপুর থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন, যাবে পশুও

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১১:২৪
রহনপুর থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন, যাবে পশুও
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

সোমবার (১০ জুন) বিকেল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।

তবে গত বছরের ন্যায় এ বছর ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চালু না হওয়ায় একই ট্রেনে আমের সঙ্গে কোরবানির পশু পরিবহনও করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস।

তিনি বলেন, এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মাসেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবায়দুল্লাহ বলেন, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা। গত বছরের ন্যায় এ বছর ক্যাটেল স্পেশাল ট্রেন চালু না করে এ ট্রেনেই আমের সঙ্গে কোরবানির পশু পরিবহন করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার