• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিদ্যালয়ের মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৫:১০
বিদ্যালয়ের মাঠে পড়েছিল যুবকের মরদেহ
ছবি : আরটিভি

নরসিংদীর শিবপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আহমদুল কবির (৩৭)।

সোমবার (১০ জুন) সকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়েছিল তার মরদেহ।

পরে পুলিশ এসে আহমদুল কবিরের মরদেহ উদ্ধার করে।

এর আগে রোববার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

জানা যায়, আহমদুল কবির ছয় মাস ধরে বেকার জীবনযাপন করছিলেন। তিনি এর আগে একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, রোববার রাত ১২টার দিকে কয়েকজন এসে আহমদুল কবিরের সঙ্গে কথা বলার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে আহমদুল কবিরের মরদেহ পড়ে আছে।

পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার।

মরদেহের খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 
আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু
প্রেমের জেরে যুবককে কুপিয়ে হত্যা, রহস্য উদঘাটন ডিবির 
মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের