• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ফুটবল খেলার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৭:২৪
নবাবগঞ্জ থানা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সময় সামিউল ইসলাম (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় শালখুরিয়া বেড়ামালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

সামিউল ইসলাম শালখুরিয়া বেড়ামালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি তাওহিদুল ইসলাম তৌহিদ বলেন, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তৈতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত খেলা চলছিল। এ সময় ফুটবলে হেড করতে গিয়ে আঘাত পায় সামিউল ইসলাম। এরপর অসুস্থ অবস্থায় তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেচে-গেয়ে পাঠদান করেন শিক্ষকরা
লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করল ববি শিক্ষার্থীরা
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন