• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

গলার হার নিয়ে ছিনতাইকারীর দৌড়, অতঃপর...

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ১৭:৪৪
কেশবপুর থানা
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে এক নারীর গলার হার নিয়ে দৌড়ে পালানোর সময় ছিনতাইকারীকে ধরে ফেলেন স্থানীয় নারীরা। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম রিতা নন্দন। তিনি সাহাপাড়ার বাসিন্দা। অন্যদিকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ওই যুবকের নাম ফারুক হোসেন। তিনি ভোগতি নরেন্দ্রপুরের বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় নারীরা জানান, প্রায়ই এই রাস্তায় ছিনতাইকারীরা নারীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। তারা সব সময় ভয়ের মধ্যেই থাকেন। তবে আজ সাহস করে তারা ছিনতাইকারীকে আটক করেছেন।

এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক আবদুল কাদের বলেন, ওই ছিনতাইকারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
যশোরে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
বাসে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ, পাশে ছিল রক্তমাখা চাকু
যশোরে বাঁশবাগানে মিলল শিশুর মরদেহ, আটক ১