• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে পুকুরে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ০৯:৫১
চাঁদপুরে পুকুরে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভা এলাকায় পুকুরে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে পৌরসভার চরপাথালিয়া এলাকার দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থীরা হলো ওই বাড়ির মো. দুলাল দেওয়ানের মেয়ে নুসরাত আক্তার (৯) ও মো. রিপন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (৯)।

তারা দুজনেই চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী বাড়ি যায়। পরে দুজনে একসঙ্গে পুকুরে করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা।

তিনি বলেন, ‘বাড়ির পাশে পুকুরে একসঙ্গে শিশু দুটি গোসল করতে যায়। পরে তাদের বাড়িতে আসতে দেরি দেখে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে খোঁজ নেয়। সেখানে গিয়ে দেখে পুকুরের পাড়ে তাদের কাপড় পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা
চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান