• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ১০:৩৫
তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে এক প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। আব্দুল আহাত (২০) নামে ওই প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার কথা জানিয়েছেন প্রেমিকা। এজন্য বিয়ের দাবিতে আহাতের বাড়িতে এসেছেন তিনি।

সোমবার (১০ জুন) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরাবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট।

প্রেমিক আবদুল আহাত উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই প্রেমিকা বলেন, ‘প্রায় এক বছর ধরে আহাতের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। ও আমায় বিয়ে করবে বলে সবকিছু করেছে। দুজন অনেক ঘোরাঘুরিও করেছি। কিন্তু এখন আর বিয়ে করবে না। আর ও যদি বিয়ে না করে তাহলে আমার কী হবে?’

এ দিকে প্রেমের সম্পর্ক নেই দাবি করে প্রেমিক আব্দুল আহাত বলেন, ‘ওই মেয়ের সঙ্গে পরিচয় থাকলেও আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বংশের সুনাম নষ্ট করার জন্য বাড়িতে এসেছে।’

চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়টি জানার পর উভয়পক্ষকে পারিবারিকভাবে মীমাংসা করে নিতে বলেছি।’

তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাবের পোশাক পরে সাড়ে ২৮ লাখ টাকা লুট
সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না সেবক হবে: রফিকুল ইসলাম
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা