• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

ফ্ল্যাট থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ১১:৫৩
ফাইল ছবি

বরিশাল নগরীর কাউনিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যার শিকার শিশু হচ্ছে পাঁচ বছর ৪ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)।

নিহত নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে দুই বিএনপি নেতার বাসায় হামলা-ভাঙচুর 
নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার
বরিশালে চালের আড়তে অভিযান
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, একাদশে শান্ত