• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

রেল সেতুর ওপর উঠে পড়ল গরু, দাঁড়িয়ে গেল ট্রেন

ভৈরব প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ১৩:০৯
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেল সেতুর ওপর কোরবানির গরু উঠে পড়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।

বুধবার (১২ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের পাশে কোরবানির পশুর হাট বসে। সেখান থেকে একটি গরু ছুটে রেললাইন ধরে দৌড়ে মেঘনা নদীর ওপর শহীদ হাবিল আ. হালিম সেতুতে উঠে দাঁড়িয়ে থাকে।

এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে গরুটি। ড্রাইভার গরুটি দেখতে পেয়ে হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। এতে গরুটি বেঁচে যায় এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মণ গণমাধ্যমকে জানান, সকাল ৮টা ৩৩ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে কিন্তু রেল সেতুতে গরু উঠে পড়ায় সেখানে দাঁড়িয়ে যায়। পরে এলাকাবাসী গরু সরিয়ে নিলে আধা ঘণ্টা পর ট্রেনটি সতর্কতার সঙ্গে সেতু অতিক্রম করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫
দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন