• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ১৮:২৯
ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে ইজিবাইকের মোটরে গলার ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মোহনা আক্তার (১৮)।

বুধবার (১২ জুন) বেলা সোয়া ১১টায় পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোহনা ওই ইজিবাইকের যাত্রী ছিলেন। আগামী ৩০ জুন মোহনা আক্তারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তার আগেই ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে নিভে গেল জীবন প্রদীপ। নিহত তরুণী মোহনা শহরের শিমুল পাগলা এলাকার ব্যবসায়ী মো. রাসেল মুন্সির তিন মেয়ের মধ্যে বড় ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার এসআই মোহাম্মদ হিরণ।

এ দিকে নিহত মোহনার বান্ধবী চাদনী আক্তার ঘটনার বর্ণনা দিয়ে জানান, তারা ৩ বান্ধবী মুসলিম পাড়া থেকে প্রাইভেট পড়ে শহরের চৌরাস্তায় যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। তাকে মুমূর্ষু অবস্থায় তাৎক্ষণিকভাবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডাক্তার শামীমা নাসরিন পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডাক্তার শামীমা নাসরিন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মেয়েটির মৃত্যু হয়। গলায় ওড়নার ফাঁস ও ঘাড়ের স্পাইনাল কডে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এসআই মোহাম্মদ হিরণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। সুরতহাল রিপোর্টে ওড়না প্যাঁচানো গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঈন খান চানু বলেন, নিহত তরুণী আমার ওয়ার্ডের শিমুলবাগ বাসিন্দা মো. রাসেল মুন্সির মেয়ে। মোহনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পলাশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
যাত্রীবেশে উঠে ইজিবাইক চালককে হত্যা, আটক ১
বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আটক ২