• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ধলেশ্বরী নদীতে মিলল ইট বাঁধা মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ২০:১৩
ধলেশ্বরী নদীতে মিলল ইট বাঁধা মরদেহ
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহের গায়ে ১৬টি ইট বাঁধা ছিল বলে জানিয়েছে তারা। পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ গুম করতে ইট বেঁধে নদীতে ফেলা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে ধলেশ্বরী নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে বিকেল ৩টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশের পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে আমরা মরদেহের সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের গায়ে ১৬টি ইট বাঁধা ছিল। হত্যাকারীরা হয়তো চেয়েছিল মরদেহ ডুবিয়ে দিতে। নিহতের কোনো পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আপাতত আমরা মরদেহ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি: গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার, সেক্রেটারি মানোয়ার
শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি