• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জীবনে প্রথম পাকা বাড়িতে ঈদ ইয়ারজানের

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুন ২০২৪, ২১:৫২
ইয়ারজান
ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জয়ের নায়ক পঞ্চগড়ের প্রমীলা ফুটবলার ইয়ারজানকে সেমি পাকা ঘর উপহার দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তার বাড়িতে ওয়াশরুম কাম টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকায় মানসম্মতভাবে তার থাকার ব্যবস্থা করা হয়েছে।

ঈদের আগেই বুধবার (১২ জুন) দুপুরে ইয়ারজান ও তার পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

জেলা প্রশাসন জানায়, সাফ জয়ী ইয়ারজানের মা রেণু বেগম দিনমজুর করে সংসার চালাতেন। বাবা আব্দুর রাজ্জাক হাঁপানি রোগী হওয়ায় কোনো কাজ কর্ম করতে পারেন না। মায়ের টাকা দিয়েই কোনমতে মিলতো দুমুঠো ভাত। ঘরের অবস্থা ছিল আরও জরাজীর্ণ। বেড়া-চাটির ভাঙাচোরা ঘরে বসবাস করতেন তারা। ছিল না একটি ভালো টয়লেট। সাফ জয়ের পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। পরে প্রশাসনের উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘর এবং প্রায় সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে ওয়াশরুম কাম টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগেই এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত ইয়ারজান ও তার পরিবার।

ঘর হস্তান্তরের সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমান, হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতা ওসমান গণিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ইয়ারজান বলেন, ঈদের আগে আমার জন্য এটি দারুণ একটি উপহার। আমি খুব খুশি হয়েছি।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি পঞ্চগড়ের কৃতিসন্তান ইয়ারজান ও তার পরিবার যেন সম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এজন্য আমরা সেমি পাকা ঘর ও ওয়াশরুম কাম টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে আসছে শাকিব-রাফীর ‘তাণ্ডব’
শহীদ আবু সাঈদের স্মরণে মাসকাট তৈরি, মুগ্ধকে নিয়েও বিশেষ পরিকল্পনা বিসিবির
শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
সানা খানের সুখবরে তোলপাড় নেটদুনিয়া