• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ০০:৫৭
ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে চকলেট ভেবে ইঁদুর মারার ওষুধ খেয়ে মরিয়ম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ৮টায় সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম বেগম ওই গ্রামের হান্নান ফকিরের মেয়ে।

পারিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের মেঝেতে পড়ে থাকা প্লাস্টিকের ছোট্ট কৌটা খুলে চকলেট আকৃতি বড়ি দেখতে পায়। পরে চকলেট ভেবে খেয়ে ফেললে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

স্বজনরা তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন; কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইখলাস উদ্দিন জানান, পারিবারিক সচেতনতার অভাবে শিশুটি মারা গেল। বিষাক্ত ইঁদুর মারার ওষুধের কৌটা শিশুদের নাগালের বাইরে রাখা উচিত ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
কুমিল্লা-ফরিদপুর বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন
বিজয় দিবসে ফরিদপুরে সড়কে ঝরল ৩ প্রাণ