ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
নড়াইলে বেপরোয় গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের। বুধবার (১২ জুন) রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের চাচড়া হাইওয়ে পুলিশ ফাড়ি এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা স্থলেই রিয়ান হাসান মাহফুন নামে ঐ স্কুলছাত্রের মুত্যু হয়।
নিহত মাহফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র।
এসময় মোটর সাইকেলের থাকা অপর আরোহী খায়রুল গুরুতর আহত হন। আহত খায়রুলকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সে একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, রাতের নির্জন সড়কে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল মাহফুন। পথিমধ্যে চাচড়া বাজার ছেড়ে হাইওয়ে পুলিশ ফাড়ি পূর্বে ব্রিজ অতিক্রমের সময় নড়াইল দিক থেকে যশোর মুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মটর সাইকেলটি। হয়। ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়ানকে মৃত্যু ঘোষণা করেন।
মন্তব্য করুন