• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২৪, ১৭:১৬
ছবি : আরটিভি

রাঙ্গামাটিতে এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে অংবাচিং মারমা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার বড়খোলা পাড়ার নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আসামি অংবাচিং মারমার বাসায় প্রাইভেট পড়তে যায়। সেখানে পড়তে যাওয়া অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভিকটিমকে রেখে দেয় আসামি। সন্ধ্যায় বাড়ি না ফেরায় শিশুটির বাবা খুঁজতে বের হন। তিনি আসামির কাছে জানতে চাইলে সে পড়া শেষ করে ছুটি দেওয়া হয়েছে জানায়। তাকে সন্দেহ হওয়ায় স্থানীয়রা ওই বাড়ি পাহারা দেন। পরের দিন ৩ ফেব্রুয়ারি ভোরে আসামি লাশ গুমের চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক হয়।

আদালত সূত্রে আরও জানা যায়, আসামির বিরুদ্ধে সব সাক্ষ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। গৃহশিক্ষক অংবাচিং মারমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ প্রদান করেছেন আদালত। এই রায়ে আমরা খুশি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর ইসলাম বলেন, আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকায় পরে আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমি আইনি সহায়তা দিয়েছি। তবে এমন রায় সমাজে অপরাধ কমাতে সহায়তা করবে আমি মনে করি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড
সিরিয়ায় জনসম্মুখে আসাদ অনুগত কর্মকর্তার মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত