• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

আখাউড়া স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের ভিড়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ১৪:৪৯
ছবি : আরটিভি

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেড়ছে যাত্রী পারাপার।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকেই আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারের চাপ বেড়ে যায়।

সরেজমিনে আখাউড়া চেকপোস্টে ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, কয়েক শ’ যাত্রী ইমিগ্রেশন কাজ সম্পন্ন করতে অপেক্ষা করছেন। যাত্রীদের লম্বা লাইন ডেস্ক থেকে বারান্দা অতিক্রম করে বাহিরে চলে এসেছে। অনেক যাত্রী তীব্র গরম ও রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশন সম্পন্ন করতে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত এই পথ দিয়ে ৭ শতাধিক যাত্রী ভারতে প্রবেশ করেছেন। ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটি শুরু হওয়ায় বিভিন্ন অফিস, আদালত কল কারখানা বন্ধতে ঈদের ছুটি কাটাতে ভারত ভ্রমণকারী যাত্রীদের চাপ বেড়ে যায় এই ইমিগ্রেশন দিয়ে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম জানান, ছুটির কারণে যাত্রীদের চাপ অনেকটা বেশি। দ্রুত সময়ে যেন যাত্রী পারাপার হতে পারে আমরা সেই চেষ্টা করছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
কালীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
৩ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে যান চলাচল