• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবারও মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ১৮:৫৪
ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ব‌লে‌ছেন, ঈদুল ফিতরের মতো এবারও ট্রেনে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছি।

শুক্রবার (১৪ মে) বিকেলে গোয়ালন্দে জেলা পরিষদ ডাকবাংলাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন তি‌নি।

জিল্লুল হাকিম বলেন, কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে গেছে। শুধুমাত্র দূরের দুটি ট্রেনের সময় বিলম্ব হয়েছে। সেটিও হয়েছে রেল ক্রসিংয়ের কারণে।

মন্ত্রী বলেন, যাত্রীদের পাশাপাশি ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

জিল্লুল হাকিম বলেন, পোড়াদহ অথবা দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত একটি ট্রেন দেওয়া হবে। তবে বগি ও ইঞ্জিন সংকটের কারণে আপাতত সম্ভব হচ্ছে না। বগি-ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আশা করি আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে সমস্যা সমাধান হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
ইজিবাইক চালক হত্যা, কারাগারে সাবেক রেলমন্ত্রী
মগবাজার ক্রসিংয়ে আটকে পড়ল গাড়ি, দুমড়েমুচড়ে চলে গেল ট্রেন
বনশ্রীতে যাত্রীবাহী বাসটি খালে পড়ার কারণ জানা গেল