• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত হাসিল আদায়, ৩ লাখ টাকা জরিমানা 

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২০:০০
ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত হাসিল আদায়, ৩ লাখ টাকা জরিমানা 
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ে পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় মো. সারোয়ার হোসেন (৩৮) নামে একজনকে তিন লাখ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ জুন) বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার এ জরিমানা আদায় করেন।

সেখানে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পেলে তিনি ‌‌‌ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসিল আদায়কারী ওই ব্যক্তিকে জেল ও জরিমানা করেন।

সারোয়ার হোসেন উপজেলার মধ্য চাড়ল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার বলেন, ‘পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি'র শুটিংয়ে ভাঙচুরের ঘটনায় ফের হানিফ সংকেতের কড়া জবাব