• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ১ 

কুমিল্লা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২০:৩৩
পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ১ 
ছবি : আরটিভি

কুমিল্লার দেবিদ্বারে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভোর রাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের উপজেলার নবিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় মোশাররফ হোসেন (৩৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সে বুড়িচং উপজেলার আলগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দিনা সড়কের নবিয়াবাদ এলাকায় টহল দিতে যায় একদল পুলিশ। এ সময় ডাকাতির উদ্দেশ্যে পুলিশের ওই টহল গাড়িকে আটক করে ডাকাত দল।

ওসি মো. নয়ন মিয়া আরও বলেন, আটকের পর গাড়ির ভেতর পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় এসআই মিশন বিশ্বাস, এএসআই আব্দুল কাদেরসহ সঙ্গীয় ফোর্স ডাকাত দলের সদস্য মোশাররফ হোসেনকে আটক করতে সক্ষম হয়। এ সময় ২টি রাম দা ও একটি আগ্নেয়াস্ত্র এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামি বক্তা তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, গ্রেপ্তার ৪
পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার