• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ১

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৪, ২০:৫৯
নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় নিহত ১
ছবি : সংগৃহীত

নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন। তার নাম নাইম মিয়া (২৮)। এ সময় আহত হয়েছেন রিকশাচালক।

শুক্রবার (১৪ জুন) বিকেলে সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া মহল্লার আনিস মিয়ার ছেলে।

তিনি পেশায় খুচরা কাপড় বিক্রেতা ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নাইম মিয়া মাধবদী থেকে গজ ও প্রিন্ট কাপড় নিয়ে বিক্রির জন্য পলাশের ঘোড়াশাল ভ্রাম্যমাণ কাপড়ের বাজারে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিকশাটি পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনার পোশাক কারখানা পাকিজা গ্রুপের মমটেক্সের গেইটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে সামনে আসার সময় রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী কাপড় ব্যবসায়ী নাইম মিয়ার মৃত্যু হয়। এ সময় আহত হন রিকশাচালক।

পরে স্থানীয়রা আহত অজ্ঞাতনামা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে দমকল বাহিনী ও মাধবদী থানা পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, ‘নাইম মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাঁত বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ, ৬ ঘণ্টা পর মুক্ত
রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন গ্রেপ্তার
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে: মঈন খান