রাস্তায় বাবা-মেয়েকে পিটিয়ে কোরবানির গরু কেনার টাকা ছিনতাই

আরটিভি নিউজ

শনিবার, ১৫ জুন ২০২৪ , ০৪:২৯ এএম


রাস্তায় বাবা-মেয়েকে পিটিয়ে কোরবানির গরু কেনার টাকা ছিনতাই

কোরবানির গরু কেনার জন্য বাজারে যাওয়ার পথে বাবা ও মেয়েকে বেধড়ক পিটিয়ে নগদ ৫০ হাজার টাকা ও ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বাবা-মেয়েকে হামলাকারী অভিযুক্তরা হলেন, দক্ষিণ পিপলিতা এলাকার আব্দুল কাদের মীরবহর চান মিয়ার ছেলে ওমর ফারুক (২৮), উসমান (২৫), আব্দুল (২২)।

বিজ্ঞাপন

আহতরা হলেন, স্থানীয় কলেজছাত্রী নুসরাত জাহান মুনিয়া ও তার বাবা সৈয়দ তোফাজ্জেল হোসেন।  

গুরুতর আহত হওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুনিয়া। অন্যদিকে তোফাজ্জেল হোসেন  প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বড় মেয়ে নিশাত জাহান তানিয়াকে প্রেমের প্রস্তাব দেয় স্থানীয় যুবক ওমর ফারুক (২৮)। প্রস্তাবটি পরিবারের কাছে জানালে আমরা রাজি হইনি। বৃহস্পতিবার ব্যাংক থেকে কোরবানির জন্য ৫০ হাজার টাকা তুলে আরেক মেয়ে নুসরাত জাহান মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরছিলাম। ওমর ফারুক (২৮), উসমান (২৫), আব্দুল (২২) পথরোধ করে পরিকল্পিতভাবে হামলা চালায়। শাবল, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মুনিয়ার কানের ৪৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। এসময় চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।  মুনিয়া গুরুতর জখম অবস্থায় জরুরিসেবা  ৯৯৯-এ কল দিলে সদর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার হই আমরা। পরে আমরা সদর হাসপাতালে চিকিৎসা নিই। মুনিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

বিজ্ঞাপন

এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সৈয়দ তোফাজ্জেল হোসেন।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, দক্ষিণ পিপলিতা গ্রামের সৈয়দ তোফাজ্জেল হোসেন মারধরের একটি অভিযোগ করেছেন। আমরা তদন্ত করছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission