• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কা, দুইজনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ০৯:৫৯
কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কা, দুইজনের প্রাণহানি
ছবি : সংগৃহীত

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রাম লেনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে পেছন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি এখনও। পুলিশ তাদের নাম-পরিচয় উদ্ধারে কাজ করছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
জনতার হাতে আটক দুই ট্রাকভর্তি নথির বিষয়ে যা জানা গেল
গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের