কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কা, দুইজনের প্রাণহানি
কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের প্রাণহানি ঘটেছে।
শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রাম লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে পেছন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি এখনও। পুলিশ তাদের নাম-পরিচয় উদ্ধারে কাজ করছে।
মন্তব্য করুন
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমে ৬০ টাকা এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় কমতে শুরু করেছে দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি কাস্টমসের তথ্য মতে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
আরটিভি/এফআই-টি
ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র
কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুড়িগ্রামের একজনের সঙ্গে প্রেমে জড়ান। প্রেমের পূর্ণতা দিতে গিয়ে কুমিল্লা থেকে কুড়িগ্রামে প্রেমিকের বাড়িতে আসেন। ইচ্ছা ছিল প্রেমিককে বিয়ে করবেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেমিকের বাড়িতে এসে হতভম্ব হয়ে পড়েন তিনি। প্রেমিক অপ্রাপ্ত বয়স্ক, নবম শ্রেণির ছাত্র। তা-ও আবার বিশেষ চাহিদা সম্পন্ন। তবে প্রেমিক তাকে বিয়ে করার জন্য রাজি হলেও প্রেমিকা রাজি নন।
বুধবার (৪ ডিসেম্বর) ওই প্রবাসীর স্ত্রীকে পুলিশের হস্তক্ষেপে তার নিজ বাড়িতে পাঠানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের দুলাল হোসেন দলুর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে হোসাইন আলী ধলডাঙ্গা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হোসাইন আলীর সঙ্গে কুমিল্লার লাকসাম এলাকার এক প্রবাসীর স্ত্রীর ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমের পূর্ণতা দিতে বিয়ের দাবিতে ওই নারী গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেমিক হোসাইনের বাড়িতে ওঠে।
প্রেমিকের বাড়িতে এসে দেখেন প্রেমিক অপ্রাপ্ত বয়স্ক। পরে বিষয়টি বুঝতে পেরে ওই নারী বিয়ের ব্যাপার থেকে সরে আসেন। তবে প্রেমিক হোসাইন বিয়ে করতে চায়। পরে প্রেমিকা এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বিষয়টি ভূরুঙ্গামারী থানাকে অবগত করেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই দিন রাত ২টার দিকে নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই নারীকে ফেরত নিয়ে যেতে তার বাবা শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। মেয়েকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন বাবা শফিকুল ইসলাম। এরপর ২ দিন থানা হেফাজতে রেখে বিভিন্নভাবে মেয়ের অভিভাবককে বুঝিয়ে রাজি করায় পুলিশ। পরে বুধবার অভিভাবকের কাছে ওই নারীকে হস্তান্তর করে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম জানান, উভয় পক্ষের সমঝোতায় মেয়েকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ/এস
মাহফিলে যাওয়ার পথে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
বরিশালের মুলাদীতে মাহফিলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলায় ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। এদিন একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। টেম্পুটি হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টেম্পুতে থাকা ৪ যাত্রী আহত হন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
মুলাদী থানার ওসি জহিরুল আলম উপসচিব ড. ফরহাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমানের বরাত দিয়ে তিনি জানান, হাসপাতালে পৌঁছার আগে ড. ফরহাদের মৃত্যু হয়েছে।
অরটিভি/এসএপি/এআর
পুরোনো টেন্ডার বাতিল করায় ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব
গত ৫ আগস্টের পরে পুরোনো টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান ডা. বিধান রঞ্জন।
তিনি বলেন, যেহেতু বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল। ৫ আগস্টের পরে সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ জন্য বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপরে কিছুটা বাড়তি চাপ পড়বে এটি ঠিক। এটি মেনে নিতে হবে। কারণ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সকল ক্ষেত্রেই একটি প্রভাব পড়ে। যেটি শিক্ষাক্ষেত্রেও পড়েছে। এটি মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান তিনি।
আরটিভি/এফএ
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার
‘দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছেন দুই নারী’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী জুতা হাতে ট্রাফিক পুলিশের সদস্যকে মারধর করছেন। মারধরে তার সঙ্গে যোগ দেন আরেক নারী। মারধর করে ওই দুই নারী ঘটনাস্থল ত্যাগ করেন।
জানা গেছে, সোমবার সকালে মসজিদের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। স্থানীয়রা বলেন, ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। সেখান থেকেই শুরু হয় তর্ক-বিতর্ক।
স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই নারীর সাথে থাকা শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাফিক পুলিশের দিকে তেড়ে এসে প্রথমে একজন ধাক্কা দেয়। এরপর আরেকজন ট্রাফিক পুলিশের মুখে জুতা দিয়ে আঘাত করে। তারপর তাদের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ঠেকালে ওই দুই নারী চলে যায়।
এদিন বিকেলে ওই পুলিশ সদস্য বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এজাহারে ওই দুই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে পরিচয় শনাক্ত করার পর শহরের থানাপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম (৪৪) ও হাউসিং বি ব্লকের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী সানজিদা আক্তার শান্তা (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।
শান্তার স্বামী রিপন জানান, সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা প্রথমে তাকে দোকান থেকে তুলে নেন। পরে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘একজন মুরব্বি (বয়োজ্যেষ্ঠ) ট্রাফিক সদস্য ডিউটি করছিলেন। ট্রেন চলে আসায় লেভেল ক্রসিংয়ের বার নামিয়ে দেওয়া হয়। সে সময় একজন নারী রেলপথ পার হওয়ার চেষ্টা করলে ওই পুলিশ সদস্য বাধা দেন। প্রথমে ওই নারী অকথ্য ভাষায় গালি দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরে আরেক নারীকে সঙ্গে নিয়ে এসে পুলিশ সদস্যকে মারধর করেন।’
আরটিভি/এসএপি
ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টায় টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের মরদেহ টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা।
প্রাথমিকভাবে নিহত দুজনের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর আর অন্যজনের ৮ বছর।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এর মধ্যে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে এগোলে হঠাৎ ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক ও সঙ্গে থাকা শিশুটি। ঘটনাস্থলে মারা যান দুজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত দুজন বাবা ও ছেলে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে আসতে দেখেই ওই বাবা তার শিশুসন্তানকে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান দুজন।’
তিনি আরও বলেন, ‘ট্রেনে কাটা পড়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’
আরটিভি/এমকে/এআর
হত্যা মামলায় গ্রেপ্তার সেই ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল
‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন শ্যামল। এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগের কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করেন। শ্যামল চন্দ্র জামায়াতের কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, জামায়াত কর্মী হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা করেন।
আরটিভি/এএ/এস