• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সিরাজগঞ্জে মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জুন ২০২৪, ১৩:০৯
সিরাজগঞ্জে মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ 
ছবি : আরটিভি

যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। তবে কোথাও যানজটের কোনো ভোগান্তি নেই মহাসড়কটিতে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো লাখো মানুষ।

শনিবার (১৫ জুন) ভোর থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. জাফর উল্লাহ।

তিনি বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে ঢাকা থেকে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। একই সঙ্গে ঢাকার বিভিন্ন পশুর হাটের উদ্দেশ্যে যাচ্ছে পশুবাহী যানবাহন। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা রয়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।’

এ দিকে দেখা যায়, যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন মানুষ। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়েও চলাচল করছেন অনেকে।

এ বিষয়ে ঘরমুখো মানুষ বলছেন, পরিবারের সঙ্গে ঈদ করতে তারা সব ধরনের ঝুঁকি নিয়ে হলেও বাড়ি ফিরতে উন্মুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু সেতুর নাম আবু সাঈদ সেতু করার দাবি, যা জানা গেল
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে ধরা যুবক
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত