দেশের অন্যান্য অঞ্চলের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে আসছেন সন্দ্বীপ মাঈটভাঙ্গা ইউনিয়নের প্রায় ৫০ পরিবার। প্রায় শত বছর ধরে একদিন আগে ঈদ করছেন তারা৷
রোববার (১৬ জুন) সকাল ১০টায় ঈদের আরশদ আলী তালুকদার জামে মসজিদ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনির। নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা গোলাম তোয়াহা।
মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মিজানুর রহমানের পরিবারও একদিন আগে ঈদ করে থাকেন। প্রতি বছর সন্দ্বীপের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকদের সঙ্গে ঈদ উদযাপন করে থাকেন তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
জানা গেছে, প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় চেয়ারম্যান বাড়িতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মিলনমেলা হবে।
এ প্রসঙ্গে মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, প্রায় শত বছর আগ থেকে আমাদের পূর্বপুরুষরা এভাবে পালন করে আসছে। আমরা তাদের ঐতিহ্য ধরে রেখেছি। ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আসেন আমাদের বাড়িতে, আমাদের ভালো লাগে।