• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৪, ১০:৩৭
ছবি : সংগৃহীত

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৭টায় এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এই জামাতে ইমামতি করেন, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম সেখ।

এরপর সকাল পৌনে ৮টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামান, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে মসজিদের ভিতর মুসল্লিরা একে অপরের সঙ্গে মুখে কুশলাদি বিনিময় ও কোলাকুলি করেন।

জেলা প্রশাসক বলেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহা প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহায় ৩০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫৮, আহত ১৮৪০
স্কুল-কলেজ খুলছে বুধবার
ঈদযাত্রার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩০
ছাগলকাণ্ড তুলে ধরা যুবকের ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত!