• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

কচুখেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৪, ২৩:২৭
ছবি : আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির পাশের কচুখেত থেকে রাজু মন্ডল নামের এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দূরে কচুখেতে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ব্যবসায়ী উপজেলার নেওয়াশী ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জহুরুল ইসলাম মন্ডলের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু রোববার বিকেলে গাগলা বাজারে তার সার ও কীট নাশক ব্যবসা প্রতিষ্ঠানে যায়। রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার কথা থাকলেও সারা রাত তিনি বাড়িতে ফেরেনি। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। এ সময় রাজু মন্ডলের মোবাইল ফোনে বার বার কল দিলে তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। পরে সকাল ১০ টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দূরে কচুখেতে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখেন স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার পিঠ, ঘাড় ও কানের ওপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। ধারণা করা হচ্ছে রাতে বাড়িতে ফোরর সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই কচুখেতে ফেলে রেখে যায়।

নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বলেন, আমার ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা রাতে কি উদ্দেশ্য ভাইকে হত্যা করেছে জানি না। আমি ভাই হত্যার বিচার চাই।

নেওয়াশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাফুজার রহমান মুকুল জানান, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রাজু মন্ডল বাজার থেকে ফেরার পথে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথা ঘাড়সহ শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার 
কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার