• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

পানিতে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দ রূপ নিল বিষাদে

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৪, ২৩:৪০
ফাইল ছবি

লক্ষ্মীপুরে ডোবার পানিতে ডুবে আয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে৷ এই ঘটনায় ভুক্তভোগী পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। আয়ানের শোকে কান্নায় মূর্ছা যাচ্ছিলেন তার মা।

সোমবার (১৭ জুন) সন্ধ্যায় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। এর আগে সকাল ১০ টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের ওসমান হাজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আয়ান ওই বাড়ির খোরশেদ আলমের ছেলে।

আয়ানের খালা শারমিন আক্তার গণমাধ্যমকে বলেন, আয়ানকে ঘরে একা রেখে তার মা বাড়ির পাশের একটি পুকুরে পানি আনতে যান। পরে ঘরে ফিরে তাকে পাওয়া যায়নি। এরপর সন্দেহের বশে ঘরের পাশে একটি ডোবায় তাকে খুঁজতে নামে। একপর্যায়ে ওই ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে আয়ানকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১