• ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১
logo

কালীগঞ্জে বজ্রপাতে ৫ গবাদিপশুর মৃত্যু, ঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২৪, ২১:৩৬
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া এলাকায় বজ্রপাতে ঘর পুড়ে পাঁচটি গবাদিপশু পুড়ে মারা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বজ্রসহ প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে উপজেলার তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন রায়ের বসত ঘর বজ্রপাতে আক্রান্ত হয়। এ সময় তার বসতবাড়ির ২টি ঘর পুড়ে যায় এবং ঘরের ভেতরে থাকা ৩টি ছাগল ও ২টি গরু আগুনে পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক পুলিন রায় বলেন, গভীর রাতে বিকট শব্দে বজ্রপাত হয়ে আমার ঘরে আগুন লেগে যায়, এতে আমার ২টি ঘর পুড়ে যায়, সাথে ৩টি ছাগল ও ২ গরুর মৃত্যু হয়েছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত 
লালমনিরহাটে রাসেলস ভাইপার আতঙ্ক, সচেতন হওয়ার পরামর্শ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
লালমনিরহাটে উজানে কমলেও ভাটিতে বাড়ছে তিস্তার পানি