• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বড় ভাইয়ের একদিন পর মারা গেলেন ছোট ভাইও 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২৪, ০৯:৪০
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বড় ভাই মারা যাওয়ার একদিন পর মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন ছোট ভাই।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট ভাই। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের আব্দুল গাফফার চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া দুজন হলেন মোবারক হোসেন (৩২) ও শাখাওয়াত হোসেন (২৬)। তারা মৃত নুরুল আফছারের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন জন্ডিসে আক্রান্ত থাকার পর রোববার (১৬ জুন) বাড়িতে মারা যান মোবারক হোসেন। এ ঘটনার একদিন পর সন্ধ্যায় হৃদরোগে মারা যান শাখাওয়াত হোসেন।

স্থানীয় বাসিন্দা সাকিবুল ইসলাম বলেন, মারা যাওয়া মোবারক ও শাখাওয়াত আমার বন্ধু এমদাদের বড় ও মেজ ভাই। তারা দুজনই বিবাহিত। মোবারক হোসেনের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং শাখাওয়াত হোসেন আরেকটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে খুব খারাপ লাগছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
কেডিএস গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড