‘শিকলবন্দী’ সেই সাগর মারা গেছে
ফেনী শহরের পরিচিত প্রতিবন্ধী ভিক্ষুক সিরাজুল হক। প্রায় সময় তাকে দেখা যেত তিনি তার প্রতিবন্ধী নাতি সাগরকে তার হুইল চেয়ারের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখে ভিক্ষা করতেন।
শহরে প্রায় দেখা যেত এই বৃদ্ধ শিশুটিকে দিয়ে ফেনী শহরের অলিতে-গলিতে ভিক্ষা করাচ্ছেন। সাগর যেন পালাতে না পারে, সে জন্য শিকল দিয়ে বেঁধে রাখতেন তিনি।
ঈদের দিন (১৭ জুন) বিকেলে ফেনী পৌরসভার মাষ্টারপাড়া এলাকার ডোবা থেকে এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি সাগরের।
দাদার সঙ্গে ভিক্ষার সময় সাগরের গলায় একটি কার্ড ঝোলানো থাকতো। সেখানে লেখা ছিল, নাম : সাগর চৌধুরী, মাতা : আমেনা বিবি, পিতা : গোলাপ চৌধুরী, বহুমাত্রিক প্রতিবন্ধীত্ব, জন্ম তারিখ: ২ জানুয়ারি ২০১৭, পশ্চিম উকিলপাড়া, ফেনী। আর পালক দাদার নাম ছেরাজুল হক।
৭০ বছর বয়সী বৃদ্ধ ছেরাজুল হক তখন জানিয়েছিলেন, সাগর এতিম। মা-বাবা কেউ নেই। আমি তাকে লালন-পালন করে বড় করেছি। সে কথা বলতে পারে না। সে যদি হারিয়ে যায়, আমি তাকে কোথায় খুঁজব? সে জন্য শিকল দিয়ে আটকে রাখি। সাগরকে নিয়ে ফেনী শহরের দাউদপুর ব্রিজ এলাকায় বসবাস করতেন তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগরের মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করেন।
মন্তব্য করুন