পুকুরে গোসলে নেমে প্রাণ গেল যুবকের
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে নেমে একরামুল হক নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
নিহত একরামুল উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, একরামুল গতকাল মঙ্গলবার বিকেলে প্রতিবেশীর পুকুরে গোসল করতে নামেন। এ সময় সবার অগোচরে তলিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন।
আজ সকালে এক প্রতিবেশী জানান, গতকাল (মঙ্গলবার) পুকুরে একরামুলকে গোসল করতে দেখেছেন। তার কথামতো পুকুরে জাল ফেলে আজ দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
মৃত একরামুলের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন জানান, একরামুল আগে থেকে অসুস্থ ছিল। গোসল করতে নেমে ডুবে গেছে। আজ দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন