• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতীবান্ধায় শতাধিক পরিবার পানিবন্দি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

  ১৯ জুন ২০২৪, ১৭:৫৪
হাতীবান্ধায় শতাধিক পরিবার পানিবন্দি। ছবি : আরটিভি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে পানিবন্দি শত শত পরিবার। রান্না-বান্নাসহ বিপাকে পড়েছেন এলাকাবাসী। পানি উঠেছে বিভিন্ন স্কুল মাঠেও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।

বুধবার (১৯ জুন) তিস্তা ব্যারেজে বিকেলে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের প্লাবিত হওয়ায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের রমনীগঞ্জ এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, সানিয়াজান ব্রিজের সামনে যে কচুরিপানা জমা হয়েছে, তা পরিষ্কার না করার কারণে উজানে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে পানিবন্দি হয়েছে শতাধিক পরিবার। তাদের জন্য জরুরি শুকনো খাবার প্রয়োজন।

হাতীবান্ধা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলামের মুঠোফোন একাধিক বার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে এখনও পানিবন্দি ১২ লাখ মানুষ
দেশের উত্তর-পূর্বাঞ্চলে পানিবন্দি লাখো মানুষ
নোয়াখালীতে বৃষ্টিপাতের রেকর্ড, পানিবন্দি ২ লাখের বেশি পরিবার
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর-ময়মনসিংহে তলিয়ে গেছে ১৬৩ গ্রাম