• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত 

নেত্রকোণা প্রতিনিধি

  ১৯ জুন ২০২৪, ১৯:০৭
সংগৃহীত ছবি

নেত্রকোণার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (১৭) পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। শাকিল অটোরিকশার যাত্রী ছিল।

এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, একটি অটোরিকশা ৭জন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদ সংলগ্ন সড়কে পৌছলে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সাথে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হন। বাসটিতে কোন যাত্রী ছিলনা। দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয়র্ মমেক হাসপাতালে পাঠান।সেখানে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর আহত তিনজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিকে দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে বাসটি আটক করে।

ওসি আরো জানান, এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক বাস চালককে ধরতে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা যুদ্ধে বিশ্বাসী না, কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা  
যেকোনো উপায়ে ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: তদন্ত কমিটি গঠন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১০ জনের