• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নাঈম হত্যার বিচারের দাবিতে সাজেকে বিক্ষোভ ও সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি

  ১৯ জুন ২০২৪, ২০:১৬

নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

বুধবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটির সাজেকের উজো বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, গঙ্গারাম মুখ পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) জ্যোতিলাল চাকমা, সাজেক ইউপি মেম্বার পরিচয় চাকমাসহ অন্যরা।

সমাবেশে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা বলেন, ঠ্যাঙারে বাহিনীর গুলিতে গতকাল নিরপরাধ বাস কর্মচারী নাঈম নিহত হয়েছেন। তাদের অত্যাচারে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন যদি ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকরীদের গ্রেপ্তার ব্যর্থ হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) দুই দলের মধ্যে গোলাগুলিতে স্থানীয় শান্তি পরিবহনের কর্মচারী মো. নাঈম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উল্লেখ্য, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অপর সংগঠনকে ইউপিডিএফ গণতান্ত্রিক ঠ্যাঙারে বাহিনী বলে অভিহিত করে থাকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ পেলেন বিচারকরা
গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
যশোরে হত্যা মামলার আসামিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ