• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

নাঈম হত্যার বিচারের দাবিতে সাজেকে বিক্ষোভ ও সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি

  ১৯ জুন ২০২৪, ২০:১৬

নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।

বুধবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটির সাজেকের উজো বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, গঙ্গারাম মুখ পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) জ্যোতিলাল চাকমা, সাজেক ইউপি মেম্বার পরিচয় চাকমাসহ অন্যরা।

সমাবেশে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা বলেন, ঠ্যাঙারে বাহিনীর গুলিতে গতকাল নিরপরাধ বাস কর্মচারী নাঈম নিহত হয়েছেন। তাদের অত্যাচারে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন যদি ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকরীদের গ্রেপ্তার ব্যর্থ হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) দুই দলের মধ্যে গোলাগুলিতে স্থানীয় শান্তি পরিবহনের কর্মচারী মো. নাঈম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

উল্লেখ্য, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অপর সংগঠনকে ইউপিডিএফ গণতান্ত্রিক ঠ্যাঙারে বাহিনী বলে অভিহিত করে থাকে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার
তারেক রহমানকে খালাস দেওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছিল: বিচারক মোতাহের
নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি
ঝালকাঠিতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা