• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে পিকআপচালকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ জুন ২০২৪, ০১:১৩
জকিগঞ্জ থানা
ছবি: সংগৃহীত

সিলেটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম (৫৫) নামের এক পিকআপচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকালে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মুহিদপুর এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

আব্দুল হালিম পেশায় পিকআপচালক এবং বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের মৃত রনি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরার জন্য পাতানো জাল তুলতে যান। এরপর পানিতে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে তার মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহরম আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালানোর চেষ্টা, সিলেট সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার
সিকৃবির হলে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
সিলেটে শেখ হাসিনাসহ ৫১ জনের নামে হত্যা মামলা