• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নদীতে গোসলে নেমে স্ত্রীর চোখের সামনে তলিয়ে গেলেন স্বামী

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২০ জুন ২০২৪, ১২:৫৫
ছবি : আরটিভি

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নামলে নদীর স্রোতে তলিয়ে গেছে জহিরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টায় চাঁদপুর লঞ্চ ঘাটের পাশে টিলাবাড়ীর সামনে মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ জহিরুল ইসলামের ভাই নজরুল ইসলাম জানান, তার ভাই সাঁতার জানতো না। প্রতিদিনের মত আজও আমার ভাই তার স্ত্রী মনিরা বেগম সকালে একাসঙ্গে নদীতে গোসল করতে আসে। এ সময় নদীর তীব্র স্রোতে গোসল করতে নেমে স্ত্রীর চোখের সামনেই স্বামী জহিরুল ইসলাম নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। স্ত্রী, স্বামী জহিরকে না পেয়ে ডাক-চিৎকার করলে আসে পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ফায়ার সার্ভিস, কোষ্টগার্ডকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসে।

খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখার পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জহিরুল ইসলামের বাড়ি বরিশাল জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে মাদরাসা রোড টিলাবাড়ি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোসলেম মিয়াজী বলেন, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’
ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
চাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার