• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

বকশীগঞ্জে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২৪, ১৩:৩২
ছবি : আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সঞ্চালনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, পৌর মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামাণিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান জুয়েল তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম সভার মাধ্যমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মাণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন সহ সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
কামালপুর স্থলবন্দরে ৩ মাস ধরে আমদানি বন্ধ, বেকার ৬ হাজার শ্রমিক 
হামলা-ভাঙচুরের ঘটনায় ২ আ.লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ সীমান্ত থেকে গভীর রাতে ২১ বাংলাদেশিকে আটক