• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

শীতলক্ষ্যার ভাঙনে হুমকিতে অর্ধশত পরিবার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২৪, ১৭:১৬

গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর পানি বেড়ে যায়। ফলে ভাঙনের কবলে পড়ে নদীর তীরবর্তী আধাপাকা ঘরসহ পাঁচটি ঘর। এ ছাড়া ভাঙনের ঝুঁকিতে আছে একটি মাদরাসা ও ঈদগাহ মাঠসহ অর্ধশত ঘরবাড়ি। আকস্মিক নদী ভাঙনে আতঙ্কে রয়েছেন তীরবর্তী বাসিন্দারা।

তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, তাদের ঘরবাড়ি দেবে গেছে। অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নেওয়ার ইচ্ছা থাকলেও জায়গার অভাবে সরাতে পারছেন না। খোলা আকাশের নিচে ছেলে-মেয়ে নিয়ে দিন পার করতে হচ্ছে তাদের।

ভাঙনের শিকার বাবুল মিয়া বলেন, অব্যাহত ভারী বৃষ্টিপাতে এভাবে ঘর বিলীন হবে ভাবতে পারিনি। আমার ঘর নদীতে দেবে গেছে। এখন থাকারও জায়গা নেই। এ অল্প জায়গায় প্রায় ৫০ বছরের বসতি তাদের। এখন শেষ টুকুও হারাতে বসেছেন।

হেনা বেগম বলেন, ভারী বৃষ্টিপাতের পর হঠাৎ ভাঙন শুরু হয়। মুহূর্তেই নদীর পাড়ের মাটি ভেঙে পড়তে থাকে। আমাদের ঘরের বেড়া ভেঙে যায়। ঘরের সব আসবাবপত্রও বের করতে পারিনি। বৃষ্টি থামলে বেড়া সরানোর চেষ্টা করলে মাটি দেবে গিয়ে ঘর ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুইদিন যাবত ভারী বৃষ্টিপাত শুরু হলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেয়। মুহূর্তেই পাঁচটি বসতঘর দেবে যায়। এতে ওই পাঁচটি পরিবার গৃহহীন হয়ে পড়ে। ওইসব পরিবারের পাঁচটি সাবমার্সিবল টিউবওয়েলও নদীতে তলিয়ে গেছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে অর্ধশত বাড়িঘর নদীতে পড়বে।

নদীপাড়ের বাসিন্দাদের চোখেমুখে হতাশা ও আতঙ্ক দেখা গেছে। ভাঙন রোধ না করলে তারা বাড়িঘর নিয়ে কোথায় যাবেন। ভারী বৃষ্টিপাত এবং নদীতে দ্রুত পানি বৃদ্ধি ও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কাপাসিয়া ঈদগাহ মাঠ ও মাদরাসার একটি আধাপাকা ভবন।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, আগামীকাল সকালে আমি ঘটনাস্থলে যাব। ক্ষতিগ্রস্তদের সহযোগিতাসহ ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন, বুধবার (১৯ জুন) আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওখানে বড় একটা গাইড ওয়াল দিতে হবে। সেই গাইড ওয়াল দিতে যে পরিমাণ টাকা লাগবে তা উপজেলা পরিষদ থেকে দেওয়ার সুযোগ নেই। গাজীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব একটি টিম পাঠাবে ঘটনাস্থলে। তাদের মাধ্যমে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
যমুনার ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন হচ্ছে
নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
নাফ নদীতে মিলল ২৫ কেজি ওজনের কোরাল মাছ