• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

অবৈধ জাল বিক্রি ও মজুতের দায়ে তিন ব্যবসায়ীর কারাদণ্ড

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি

  ২০ জুন ২০২৪, ২২:১৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরার অবৈধ চায়না দুয়ারী জাল বিক্রি ও মজুত রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, নাগেশ্বরী পৌরসভার কামার পাড়ার মৃত হারান আলীর ছেলে সহিদুল ইসলাম, মৃত্যু হারুন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম ও হাউরির ভিটা গ্রামের জানির আলীর ছেলে ইছাহাক মন্ডল।

এর আগে, বিকেলে নাগেশ্বরী পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে ওই তিন ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে ১২৬টি মাছ ধরার অবৈধ চায়না দুয়রী জাল উদ্ধার করা হয়।

নাগেশ্বরী উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধ মাছ ধরার জাল বিক্রি ও মজুতের দায়ে তিন ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপদ্রব্য পুশ করা ১১২২ কেজি চিংড়ি জব্দ, একজনকে কারাদণ্ড
বগুড়ার সেই তুফান সরকারের ১৩ বছর কারাদণ্ড
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন