• ঢাকা সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১
logo

থানচিতে ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ৩ 

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ০৯:৪৮
ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি সড়কে মালবাহী ট্রাক গভীর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে থানচির জীবন নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় এখনো হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে বিজিবির টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক জীবননগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চালক নিহত হন এবং আহত হন আরও তিনজন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, বিজিবির টাইলস নিয়ে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর নামক এলাকায় বিআরটিসির একটি ট্রাক গভীর খাদে পড়ে চালক নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার কাজ চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত
বান্দরবানে বেনজীরের ২৫ একর জমি প্রশাসনের নিয়ন্ত্রণে
বান্দরবানে পাহাড় ধস, রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত