• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১১:৩৪
ছবি : আরটিভি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে ঢাকাগামী যানবাহনের চাপ।

শনিবার (২২ জুন) সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে সড়কের বিভিন্ন বাস টার্মিনালে। গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানে গন্তব্যে যাচ্ছে লোকজন। যাত্রা পথের মতো ফিরতি পথেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, করটিয়া, গোড়াই, মির্জাপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ব্যাপক ভিড়। সেই তুলনায় গণপরিবহন মিলছে কম। ঈদযাত্রার মতো ফিরতি পথেও যে যেভাবে পারছেন গন্তব্যে যাচ্ছেন।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। তবে বৃষ্টির কারণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার দুই লেন সড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে।

এলেঙ্গায় কথা হয় যাত্রীদের সঙ্গে। তারা জানান, বাসে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। তারপরও কাঙ্ক্ষিত বাস মিলছে না। আসার সময়ও বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে যাওয়ার সময়ও একই অবস্থা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সড়কে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে দ্রুত বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল 
টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
নিখোঁজের চারদিন পর প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে বন্যা আতঙ্ক, ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার