• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

শিবচরে সাপ আতঙ্ক, রাসেলস ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৮:০২
শিবচরে সাপ আতঙ্ক, রাসেলস ভাইপার পিটিয়ে মারলো এলাকাবাসী
ছবি : আরটিভি

সারাদেশে রাসেলস ভাইপার সাপ আতঙ্কে রয়েছে মানুষ। এরই মাঝে রাসেলস ভাইপারের উপস্থিতি বেড়েছে মাদারীপুরের শিবচরে।

শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী কাইমুদ্দিন শিকদারের কান্দী গ্রামের ফজলু মালের ধানখেত থেকে একটি রাসেলস ভাইপার সাপ মানুষ চলাচলের আইল পথে বেরিয়ে আসে।

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ফসলের মাঠে কাজ করার সময় সাপটি দেখতে পান ফজলু মাল। পরে গ্রামবাসীকে খবর দিলে সাপটিকে পিটিয়ে হত্যা করেন তারা। সাপটি মেরে ফেললেও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কৃষক ফজলু মাল বলেন, ‘মানুষের উপস্থিতি টের পেলে যেকোনো সাপ সরে যায়। আর আজ দেখলাম এ সাপ আক্রমণ করতে আসে। পরে গ্রামবাসীর সহযোগিতায় সাপটিকে মেরে ফেলেছি।

রিপন শিকদার নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের গ্রামে এর আগেও এরকম সাপ অনেকেই দেখেছেন। পাহাড়ি সাপ ভেবে বিষয়টি নিয়ে তেমন ভয় পাননি কেউ। তবে আজকে সাপটি মারার পরে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি এটি রাসেলস ভাইপার সাপ। মেরে ফেলা সাপটি বাচ্চা বয়সের। তাই ধারণা করা হচ্ছে, এখানে আরও অনেক রাসেলস ভাইপার সাপ থাকতে পারে। এখন সাপ আতঙ্কে রয়েছেন গ্রামবাসী।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে: আইনমন্ত্রী
হাইমচরে দুটি রাসেলস ভাইপার মারল এলাকাবাসী
রাসেলস ভাইপার ভেবে অজগর আটক 
থানার ভেতর রাসেলস ভাইপার, আতঙ্কে পুলিশ সদস্যরা