• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

কালুরঘাটে ফেরির ধাক্কা, বিদ্যুৎ কর্মী নিখোঁজ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৯:৫৫
কালুরঘাটে ফেরির ধাক্কা, বিদ্যুৎ কর্মী নিখোঁজ
ছবি : আরটিভি

চট্টগ্রাম নগরীর কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার এক যাত্রী নিখোঁজ হয়েছেন। এ সময় একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাটের পূর্ব পার থেকে পশ্চিম পারে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন।

তিনি বলেন, ‘বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সঙ্গে একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকার দুজন ফেরির নিচে পড়ে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজনকে আমরা উদ্ধার করেছি। তার নাম কাজল। বর্তমানে আরও একজন নিখোঁজ আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাকে উদ্ধারে আমরা চেষ্টা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, ‘নিখোঁজ ব্যক্তি একজন পল্লী বিদ্যুৎ কর্মী। তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক
চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের সংঘর্ষ
ঢাকার মীর গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা নেই চট্টগ্রামের মীর গ্রুপের
সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০