‘বেত আঁচড়া’ সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দক্ষিণ রুপসপুর গীতাশ্রী বস্ত্রবিতানের স্বত্বাধিকারী দিলীপ অধিকারীর ঠাকুর ঘর থেকে একটি বেত আঁচড়া সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরে দেবতা ঘরে সাপটিকে পরিবারের লোকজন দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে এর পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে স্বপন দেব সজল বলেন, ‘শহরের স্টেশন রোডস্থ গীতাশ্রী বস্ত্র বিতানের মালিক প্রদীপ অধিকারীর রুপসপুরস্থ বাসার ঠাকুর ঘরে (পুজোর ঘর) বাসার লোকজন সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আমাদের খবর দিলে পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি আমি। এটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।’
সজল দেব আরও বলেন, ‘একসময় আমাদের দেশের বনাঞ্চলে এদের খুব বেশি দেখা যেত। কিন্তু এখন আর আগের মতো এদের দেখা মেলে না। বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চল ছাড়াও মধুপুর ও সুন্দরবনের বনাঞ্চলে এই সাপের দেখা মেলে। এরা লম্বায় ৫০ থেকে ৭০ সেন্টিমিটার হয়ে থাকে। দেখতে অনেকটা বেতের মতো। এটি একটি লাজুক ও নিরীহ প্রকৃতির সাপ। খাবারের সন্ধানে মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। তবে এটি বিষধর সাপ নয়।’
মন্তব্য করুন